প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে হারিয়ে যাওয়া সাত বছরের এক শিশুকে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। তাকে পৌঁছে দিতে পরিবারের সন্ধান করছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার বিএসআরএম এলাকায় নুর নবী নামের ওই শিশুকে পান স্থানীয়রা। পরে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার দুপুরে বিএসআরএম এলাকা থেকে নুর নবী নামে এক শিশুকে উদ্ধারের পর থানায় দিয়ে গেছেন স্থানীয়রা।
তার বাবার নাম সেলিম উদ্দিন, মাতার নাম পারভীন আক্তার, বাড়ি সীতাকুণ্ড উপজেলায় বলে জানিয়েছে। কিন্তু সীতাকুণ্ডের কোনো স্থানে নির্দিষ্ট করে বলতে পারছে না সে।
ওসি আরও বলেন, কাল থেকে শিশুটিকে থানায় রেখে খাওয়া দাওয়া করানো হচ্ছে। বিভিন্ন জায়গায় খোঁজ পাঠিয়েছি। এখনো তার পরিবারের সন্ধান মেলেনি।