প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫১ অপরাহ্ন

"বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি", এই শ্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় বিট পুলিশিং ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) উখিং মে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান,বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু,রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে বলেন, বিট পুলিশিং এর প্রধান উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত 'জনগণের পুলিশ' হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ,গণ্যমান্যব্যক্তিবর্গ, মসজিদের ইমাম ও সুধী জনেরা উপস্থিত ছিলেন।