প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০০ অপরাহ্ন

রাশিয়ার সুচি থেকে ওমস্ক যাওয়ার পথে একটি যাত্রীবাহী উড়োজাহাজ মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ‘এ ৩২০’ মডেলের এয়ারবাসটিতে ক্রুসহ ১৭০ জন আরোহী ছিলেন।
রুশ সংবাদমাধ্যম আরটির কয়েকটি ছবিতে বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। এসময় যাত্রীরা জরুরি গেট দিয়ে দ্রুত বের হন।
সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি নোভোসিবিরস্ক বিমানবন্দর থেকে দূরের একটি মাঠে ক্র্যাশ-ল্যান্ডিং করতে বাধ্য করা হয়েছিল। কারণ রানওয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। হাইড্রোলিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।
দুর্ঘটনাকবলিত ফ্লাইটে ১৭০ জন আরোহী ছিলেন। এ ঘটনায় এখনও কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি ভেঙে গেছে। তবে আগুন লাগেনি।