প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫২ অপরাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সাপে কামড় দেয়ার ২২ দিন পর আসাদ আলম টুটুল (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়।
মৃত আসাদ আলম টুটুল (২২) নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বাড়িয়াহাটি গ্ৰামের আব্দুর রহমানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২১ আগস্ট) রাতে ঘুমন্ত অবস্থায় ওই তরুণকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরে ওই তরুণ নিজেই সেই সাপের ছবি ও ভিডিও করেন।
পরে শরীরে বিষক্রিয়া শুরু হলে চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ ২২ দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, সাপে কামড় দেয়ার পর টুটুলের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ দিন পর তার মৃত্যু হয়। আজ দুপুরে নিহতের জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।