বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
রোনালদোহীন পর্তুগালের ৯ গোলের রেকর্ড জয়
প্রকাশ: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৪ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলে এটিই পর্তুগাল সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। টানা দুই খেলায় হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞায় ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে ছাড়াই লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল দল। 

এর আগে ১৯৯৪ ও ১৯৯৯ সালে লিচেনস্টেইনের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২০০৩ সালে কুয়েতের বিপক্ষেও তারা একই ব্যবধানে জয় পায়।

জে-গ্রুপের ৬ ম্যাচের সবটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগাল। ১০ পয়েন্ট নিয়ে তিনে লুক্সেমবার্গ। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ১৩।

এস্তাদিও আলগারভেতে সোমবার রাতে খেলার ১২ মিনিটে স্বাগতিকরা প্রথম জালের দেখা পায়। ব্রুনো ফের্নান্দেসের কর্নার কিকে বল পেয়ে হেডে লক্ষ্যভেদ করেন গনসালো ইনাসিও। পাঁচ মিনিট পর গনসালো রামোস ব্যবধান দ্বিগুণ করেন।

৩৩ মিনিটে রামোস এবং বিরতির আগে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইনাসিও নিজেদের দ্বিতীয় গোলের দেখা পান। পর্তুগাল ৪-০ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে।

ডিয়াগো জোতা ৫৭ মিনিটে পান গোলের দেখা। দশ মিনিট পর নিশানাভেদ করেন রিকার্ডো হোর্তা। ৭৭ মিনিটে জোতা আবারো গোল করেন। ম্যাচে তিন অ্যাসিস্ট করা ব্রুনো ফের্নান্দেস ৮৩ মিনিটে নিজেই বল জালে প্রবেশ করান। গোল উৎসবের শেষটা ৮৮ মিনিটে টানেন জোয়াও ফেলিক্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft