প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে সাবরিনা আক্তার (৩০) নামে তিন কন্যা সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ পালপাড়া এলাকার জাহাঙ্গীর ম্যানশনের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাবরিনা আক্তার (৩০) ঢালকাটা গ্রামের মাওলানা রফিক সাহেবের বাডির মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তাদের পরিবারে তিন কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে নিহত সাবরিনার বাবা মোহাম্মদ শাহজাহান বলেন, আমার মেয়ে ও নাতিনের সাথে ঘটনার আগের রাত ১২টায় ফোনে কথা হয়েছে। নাতিন সকালে তার মাকে ঝুলে থাকতে দেখে আমাদের বিষয়টি ফোন করে জানায়। আমার মেয়ে তার সন্তানদের নিয়ে তিন বছর ধরে বাসায় ভাড়ায় থাকেন। মেয়ের জামাই দুবাই প্রবাসী। এই ব্যাপারে তিনি কারো উপর কোনো অভিযোগ তুলেননি।
পাশের বাসার সুলতান টিপু বলেন, সকালে মহিলাটির মেয়ে এসে আমাদের বিষয়টি জানায়। পরে তাদের আত্মীয় স্বজনরা আসেন। তারা এখানে বসবাস করার সময় আমরা কেউ মহিলাকে তেমন দেখিনি। তারা সাথে এখানে কারো সাথে তেমন মেলামেশা ছিলোনা। বাসায় শুধু ওই নারীর মেয়েরা আর উনি থাকতেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।