মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
ঠাকুরগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে  কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্ম-এর আয়োজনে স্মারক প্রদান করা হয়৷ 

অনুষ্ঠানে কুমারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র,  ভূল্লী বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও খোশবাজার এসডি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র -২০২৩ সেশনে জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জন শিক্ষার্থীকে স্মারক প্রদান করা হয়৷ 

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন সংঘবদ্ধ  প্ল্যাটফর্মের সভাপতি আল রাকিব প্রান্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মু.সাদেক কুরাইশী৷ 

আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা  অধ্যক্ষ জুলফিকার আলী, খোশবাজার এসডি কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক তমিজউদ্দিন আহমেদ, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হবিবর রহমান,  জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাওন চৌধুরী,  জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিউল আলম জুয়েল,  তিন প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র রায়, ভূল্লী প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক বাপ্পী, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজন আলী, ভূল্লী থানার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,কৃতি শিক্ষার্থী ও সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের সদস্যরা৷ 

কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মু.সাদেক কুরাইশি বলেন,আজকে যারা জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে আগামীতে আরও ভাল ফলাফল করে ভাল জায়গা গুলো দখল করতে হবে। আর যারা এরপরে পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদেরকে আরও পড়াশোনা করে ভাল ফলাফল করতে হবে।

সেচ্ছাসেবী সংগঠন সঙ্ঘবদ্ধ প্ল্যাটফর্মের এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিবে বলে আমি মনে করছি। তারা আগামীতে আরও ভাল মানবিক কাজ গুলো করবে। আমরা ভাল ফলাফল করে সমাজ ও দেশের জন্য যাতে কিছু করতে পারি সেটি আমাদের মাথায় রাখতে হবে৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft