মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৮ আশ্বিন ১৪৩০
 

যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী    ‘মীরজাফর’ ওখানে কীভাবে জায়গা পেল: শিশির    ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, ঢাকাতেই ৭ জন    রাজধানীতে ভূমিকম্প অনুভূত    আবারো বাড়লো এলপিজির দাম    নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার     দেশে প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   
সুন্দরগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৫ অপরাহ্ন

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত জুয়াড়িরা বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের ইলিয়াছ আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০), ইদ্রিস আলীর ছেলে আনারুল ইসলাম (৪০), বাদশা মিয়ার ছেলে ফরিদ মিয়া, আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০), আতোয়ার আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৭) ও খলিল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৩)। 

পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর ছেলে নুর মোহাম্মদ মিন্টু (৩৮), নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত জাবেদ আলীর ছেলে মুসলিম মিয়া (৩২), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০) ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ'র ছেলে আজিজল হক (৫০)।

পুলিশ জানায়, রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মুদি দোকানের উত্তর পার্শ্বের বাঁশঝাড়ে ও পশ্চিম বেলকা গ্রামস্থ চাঁন্দের মোড়স্থ শাহিন মিয়ার চায়ের দোকানের ভিতরে জুয়া খেলার সময় হাতে নাতে ১২ জুয়াড়িকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। 

একইসঙ্গে জুয়া খেলার সরঞ্জাম, খেলায় ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ চার হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft