প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:০২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় নিজেদের প্রথম ম্যাচে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ জয় লাভ করে।
দলীয় টীম ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন সরকার জানান, সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইসহাক সরকার ও জাকারিয়া ভূইয়া'র সহযোগিতায় আখাউড়া উপজেলার একমাত্র দল হিসেবে টুর্ণামেন্টে আমরা অংশগ্রহণ করছি। আমরা যেন শেষ পর্যন্ত টুর্নামেন্টের থেকে চ্যাম্পিয়ন হয়ে এলাকার সম্মান রক্ষা করতে পারি এ ব্যাপারে সকলের দোয়া কামনা করেন মোঃ ইয়াছিন সরকার।
সোমবার (৫ জুন) বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কসবা তেতৈয়া - ফুলতলী গ্রামবাসীর উদ্যোগে মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় আশুগঞ্জ ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। জানা গেছে, মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ এর পক্ষে, মাঠে নামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর খেলোয়াড়রা। আশুগঞ্জ ফুটবল একাদশ ও মনিয়ন্দ ইয়াছিন সরকার ফুটবল একাদশের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল খেলা দেখে মুগ্ধ মাঠের হাজারো দর্শক।
মনিয়ন্দ ইয়াছিন সরকার ফুটবল একাদশের স্পনসর ইসহাক সরকার ও জাকারিয়া ভূইয়া প্রবাস থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বলেন, গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজ কে মাদক সহ যেকোনো নেশার জগৎ থেকে দূরে রাখতে আমরা সবাই মিলে কাজ করে যাবো, সকলের সহযোগিতা পেলে এই টুর্ণামেন্টে মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারবে বলে মনে করেন তারা।