বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হওয়ার পর সোমবার মারা গেছে।

বৃহস্পতিবার রাতে শিশুটি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় তামিমির বাবা হাইথামও আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছিল শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছিল, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে শিশুটি ২ বছর বয়সী। কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যমে তার বয়স ৩ উল্লেখ করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইসরায়েলের শেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, চিকিৎসক দলের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও শিশুটি না ফেরার দেশে চলে গেছে।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নবী সালেহ গ্রামের শিশু মোহাম্মদ হাইথাম আল-তামিমি (২) এর মৃত্যু হয়েছে। রামাল্লার কাছে গ্রামে সংঘর্ষের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা দখলকৃত পশ্চিম তীরের নেভে তজুফ বসতির দিকে গুলি চালিয়েছিল, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। এতে  একটি গার্ড পোস্টের সৈন্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি ও শিশু গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনী গুলি চালানোর তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার জন্য অনুতপ্ত।

ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ৪০ বছর বয়সী হাইথাম আল-তামিমি  হাসপাতালের বিছানায় শুয়ে এএফপিকে বলেন, ‘আমি আমার সন্তানের সাথে আমার গাড়িতে ছিলাম, আমরা পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। হঠাৎ তারা আমাকে এবং আমার ছেলেকে গুলি করে। আমি ভেবেছিলাম গুলি (সামরিক) টাওয়ার থেকে ছুড়েছে।’  গতকাল সোমবার শিশুটির মরদেহ তার এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

সূত্র : আল অ্যারাবিয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft