শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
পুড়ছে শেরপুর ঘরে-বাইরে অস্বস্তি যোগ হয়েছে লোডশেডিং
শেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৪ জুন, ২০২৩, ১:৪২ অপরাহ্ন

ফের বেড়েছে শেরপুর জেলার তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে শেরপুরের জনপদ শেরপুর সদও, নকলা ও গারো পাহাড়ের ঝিনাইগাতী, শ্রীবরদী নালিতাবাড়ী। 

জেলায় তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি সেলসিয়াসতো হবেই। গত ক’দিন ধরেই বইছে তাপ প্রবাহ। এরই মধ্যে বাতাসের আদ্রতাও বেড়েছে স্বাভাবিক ভাবেই। প্রখর খাঁ খাঁ রোদ্রে রাস্তাঘাট-হাট-বাজারে দৃশ্যমান লোক সমাগমও কমে গেছে। 

চলমান তাপ প্রবাহে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। ’এ যেন মরার ওপর খারার ঘা।’ ঘন ঘন লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ্য করে তুলেছে। তাপ প্রবাহ ও লোডশেডিংয়ে নাকাল মানুষের ঘরে-বাইরে সর্বত্রই অস্বস্তি শেরপুর জেলায় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার সঠিক তথ্য না জানা গেলেও ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম হবে না বলে মন্তব্য করছেন অভিঙ্গঁমহল। 

তাপ মাত্রার সঙ্গে সঙ্গে বাতাসের আপেক্ষিক আদ্রতাও বেড়েছে নিঃসন্দেহে। ৪০ ডিগ্রিতে তীব্র তাপ অনুভূত হচ্ছে। এর আগে গত মাসেও শেরপুরের ওপর দিয়ে বয়ে গেছে তীব্র ও অতি তাপ প্রবাহ। 

সেই সাথে যেনো পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দিনে এবং রাতে কতবার দে’য়া হচ্ছে লোডশেডিং তাও বলতে নারাজ বিদ্যুৎ বিভাগ। তারা বলছেন শুধু অর্ধেক ঘাটতির কথা। 

সে কারণেই ভাগাভাগি করে বিদ্যুৎ সরবরাহ ও লোডষেডিং দেয়া হচ্ছে। তবে চরম ঝুঁকির মধ্যে রেশনিং করে লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

মোট কথা শেরপুর অঞ্চলে তীব্র তাপ প্রবাহেও বিদ্যুতের লোডশেডিং চলছে বর্ণনাতীত ভাবে। এতে পুড়ছে শেরপুর। ঘরে-বাইরে মানুষ ও পশু- পাখির অস্বস্তি। 

যোগ হয়েছে লোডশেডিং। অসহায় মানুষ হয়ে পড়েছে দিশেহারা! তাতেও লোডশেডিং কবে নাগাদ কমবে তার নেই কোন নিশ্চয়তা বিদ্যুৎ বিভাগের কাছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মো: ফারুক আল মাসুদ দৈনিক জবাবদিহিকে বলেন, এই প্রচন্ড গরমে মানুষের হাসফাস অবস্থা। নেই বিদ্যুৎ। অসহনিয় অবস্থা; এর নিরসণ প্রয়োজন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft