বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
 

‘বাহুবলী’র জন্য বাজারে দেনা করেছিলেন পরিচালক এসএস রাজামৌলি!
প্রকাশ: রোববার, ৪ জুন, ২০২৩, ১:০৩ অপরাহ্ন

পরিচালক এস এস রাজামৌলি হাত ছোঁয়ালেই যে বক্স অফিসে সাফল্য আসবে তা প্রমাণিত। সৌজন্যে ‘বাহুবলী’। ‘বাহুবলী’র দু’টি ভাগ বক্স অফিসে সাফল্য পেয়েছে। ২০১৫ সালে মুক্তি পায় ‘বাহুবলী: দ্য বিগিনিং’ তার দু’বছর পর মুক্তি পায় ছবির দ্বিতীয় ভাগ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। দুটি ছবিই ঝড় তুলেছিল বক্স অফিসে। সে বছরের সব থেকে বড় হিট ছিল ‘বাহুবলী: দ্য বিগিনিং’। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। আয় হয়েছিল প্রায় ৬০০ কোটি টাকা। তবে বিপুল অঙ্কের বাজেটের এই ছবির জন্য টাকা কে দিল, সেই নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন সময়। অবশেষে প্রকাশ্যে এলো সত্যটা।

এই ছবি বানাতে যেমন সময় গিয়েছিল পরিচালকের, তেমনই বাজারে ধারদেনাও করতে হয় রাজামৌলিকে। এই ছবির জন্য প্রায় ৪০০ কোটি টাকা ধার নেন পরিচালক। তা-ও আবার চড়া সুদে। এই ছবির অভিনেতা রানা দগ্গুবতি জানান, পরিচালক এই ছবির জন্য প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা ধার করেন। পাঁচ বছরের জন্য প্রায় ২৫ শতাংশ সুদে এই বিপুল অর্থ ধার নেন। যদিও ছবির সাফল্য নিয়ে অনিশ্চিত ছিলেন খোদ পরিচালকই।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft