শনিবার ১২ অক্টোবর ২০২৪ ২৭ আশ্বিন ১৪৩১
 

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন: সারজিস আলম    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু, হাসপাতালে ৯১৫ জন    গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে: উপদেষ্টা নাহিদ    রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না: আইজিপি    সব সম্প্রদায়ের সমান অধিকারের দেশ গড়তে চাই: ড. ইউনূস    মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিক নিহত    জিরো টলারেন্স নীতি শর্তেও নানা ‘অপরাধে’ জড়িয়ে পড়ছে বিএনপি   
বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী
প্রকাশ: শনিবার, ৩ জুন, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন

বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। যিনি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় একজন সংগীতশিল্পী। যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি আরেফিন জিলানী সাকিব।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের  আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ফাতেমা তুয যাহরা ঐশী আর আরেফিন জিলানী সাকিবের সঙ্গে বিয়ে অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও শোবিজ ভুবনের তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঐশীর মা জানান, ঐশীর বাবা না থাকায় তাকে বাবা-মা দুজনেরই দায়িত্ব পালন করতে হয়েছে। তাই মেয়ের আনন্দ যেন সারা জীবন অটুট থাকে সেই দোয়াই করেছেন। তবে দায়িত্বের নেশায় মেয়েকে যে বিয়ে দিচ্ছেন সেটি ভুলে গেছেন বলেও জানান তিনি। সম্পর্কে মা মেয়ে হলেও তাদের মধ্যকার সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বপূর্ণ।

এদিকে সংগদীতশিল্পী ঐশীকে শুভেচ্ছা আর ভাালোবাসা জানিয়েছেন অনেকেই। তাদের দুজনকে একসঙ্গে খুব মানিয়েছে এমনটা বলতে শোনা গেছে আমন্ত্রিত অতিথিদের।

একপর্যায়ে ‘নেই হারাবার, কি আছে বলো তোমাকে দেবার’ গানটি গাইতে গাইতে বিয়ের আসরের দিকে এগিয়ে যান সংগীতশিল্পী ঐশী। বরের হাত ধরেই মঞ্চে উঠেন  তিনি। এরপর গানের সঙ্গে নেচেছেন এই সংগীতশিল্পী। 

এছাড়াও অনুষ্ঠানে গান গেয়ে আমন্ত্রিত অতিথিদের মাতিয়ে রাখেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা।

গায়িকা ঐশী বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউ’র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার স্বামী ওষুধ কোম্পানিতে কর্মরত। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

গত ৩১ মে অনুষ্ঠিত হয় ঐশীর হলুদ সন্ধ্যা। সেখানে সংগীত ভুবনের অনেকেই  অংশ নেন। এর আগে ২ এপ্রিল রাতে আংটি বদল করেছিলেন তারকা দম্পতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সংগীতশিল্পী ঐশী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft