প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাড়া দেশের ন্যায় সিরাজগঞ্জেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকালে শহরের এস এস রোডস্থ দলীয় কার্য্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শহরের সোহরাওয়াদ্দী সড়ক, মুজিব সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে প্রধান মন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।