কাশিয়ানীতে বাস দূর্ঘটনায় নিহত ১ আহত ৩৫
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুতে একটি বাস দুর্ঘটনায় একজন নিহত এবং আরো ৩৫ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিক্ষা সফর শেষে টুঙ্গিপাড়া থেকে যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিদ্যুৎ বিশ্বাস (৫০) বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুৎকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।