প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন

ঋণের চাপে বিদেশে গিয়ে স্ত্রীকে হারালেন এক যুবক। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন স্বামী। সেই স্ত্রীই লটারিতে প্রায় চার কোটি টাকা জিতে স্বামীকে তালাক দিয়ে এক পুলিশ কর্মকর্তাকে বিয়ে করেছেন।
থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম থাইগারের একটি প্রতিবেদন অনুসারে, গত ১১ মার্চ নারিন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২০ বছর আগে চাউইওয়ানকে বিয়ে করেন নারিন। ২০ বছরের সংসারে তাদের তিনটি কন্যা সন্তানও রয়েছে। আমাদের উপর অনেক বেশি ঋণ হয়ে গিয়েছিল।
তাই ২০১৪ সালে আমি সপরিবারে দক্ষিণ কোরিয়ায় চলে যাই। কয়েক বছর পর আমার স্ত্রী থাইল্যান্ড ফিরে আসে। আমি প্রতি মাসে স্ত্রীকে সংসার খরচের জন্য ৩০ হাজার বাথ (বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৯৩ হাজার টাকা) পাঠাতাম।
নারিন আরও বলেন, একদিন মেয়ের কাছ থেকে জানতে পারি যে, চাউইওয়ান ১ কোটি ২০ লাখ বাথ (বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৪ কোটি টাকা) লটারিতে জিতেছে। তবে সে বিষয়টি আমাকে জানায়নি। আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ও আমার সঙ্গে কথা বলত না।
গত ৩ মার্চ আমি থাইল্যান্ডে ফিরে জানতে পারি, ও এক পুলিশ অফিসারকে আবার বিয়ে করেছে।
হতাশ হয়ে পুলিশকে নারিন বলেন, আমার ব্যাংকে মাত্র ৬০ হাজার ভাট (বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা) আছে। আমি প্রতি মাসে তাকে সংসার খরচ দিতাম। আমার এখন বিচার চাই। আমার প্রাপ্য টাকা ফেরত পেতে চাই।
এ বিষয়ে চাউইওয়ান পুলিশকে জানান, লটারি জেতার অনেক আগেই নারিনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে, তারপরেই তিনি এক পুলিশ অফিসারকে বিয়ে করেন।
যদিও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি বলে পুলিশকে জানান নারিন।
জ/আ