শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
প্রেমিকাকে বিয়ে করা এড়াতে নিজেকে মৃত ঘোষণা, অতঃপর...
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের এক নারী তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছে। মামলার নথিতে বলা হয়েছে, তাকে বিয়ে করা এড়াতে তার প্রেমিক মৃত্যুর নাটক সাজিয়েছে। অর্থাৎ ওই প্রেমিক নিজেকে মৃত ঘোষণা করেছে। 

এছাড়া মামলায় ওই প্রেমিকা প্রেমিকের কাছে ২ লাখ ১৫ হাজার দিরহাম দাবি করেছে, যা প্রেমিক তার কাছ থেকে বিভিন্ন সময় ধার হিসেবে নিয়েছে।  

২০ বছর বয়সী এই আরব ব্যক্তি ক্যান্সারে ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য তহবিল প্রয়োজন বলে দাবি করার পরে নারীর কাছ থেকে ওই অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই নারী তার আইনজীবীর কাছে দাবি করেন, তাদের মধ্যে সম্পর্ক চলছিল। এবং ওই ব্যক্তি তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন।  এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু এসময় ওই প্রেমিক জানায়, সে আর্থিক সমস্যায় ভুগছে এবং সে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার জন্য তার অনেক অর্থ দরকার। 

এরপর ফেরত দেয়ার শর্তে ওই নারী তার প্রেমিককে ২ লাখ ১৫ হাজার দিরহাম ধার দেয়। এই অর্থ পাওয়ার পরই প্রেমিক উধাও হয়ে যায় এবং মোবাইল ফোন বন্ধ রাখে। 

পরে তার প্রেমিকের ভাই জানায়, যে তার প্রেমিক মারা গেছে। এ খবর শুনে ওই নারী হতবাক হয়ে যান। পরবর্তীতে ওই নারী জানতে পারেন প্রেমিক বিয়ে এড়াতে এ কাণ্ড ঘটিয়েছে। 

এদিকে প্রেমিককে যে অর্থ দেয়া হয়েছিল তার কোনো প্রমাণ না রাখায় আদালত তাদের মামলা খারিজ করে দিয়েছে। তবে ওই নারী তার বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। সূত্র: খালিজ টাইমস। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রেমিকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft