প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৬:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভারতীয় সমকক্ষ 'ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন' উদ্বোধন করেছেন।
শনিবার (১৮ মার্চ) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উভয় দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত পাইপলাইনটির উদ্বোধন করেন তারা।
প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতা করায় এসময় নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এই পাইপলাইন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং উভয় দেশের জনগণকে উপকৃত করবে।
জ্বালানি তেলের রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ১০ লাখ টন জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে।
১৩০ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইনটি ৩৭৭ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশের অংশের জন্য ব্যয় করা হয়েছে ২৮৫ কোটি রুপি, যা ঋণ সহায়তা আকারে দেয় ভারত সরকার।
বার্ষিক এক মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ) উচ্চ গতির ডিজেল (এইচএসডি) পরিবহনের ক্ষমতা রয়েছে এ পাইপলাইনের । এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় প্রাথমিকভাবে হাই-স্পিড ডিজেল সরবরাহ করবে।
জ/আ