শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ১০ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নিরব!
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন

দিনের বেলায় আশে-পাশে কেউ থাকেন না, যেন সুনসান নিরবতা। কিন্তু দিনের আলো ফুরিয়ে গেলেই শুরু হয় জোর প্রস্তুতি। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে চলে সারারাত। 

এভাবেই ভোররাত পর্যন্ত চলে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। সারারাতে পদ্মা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে উত্তোলন করা হয় শত শত ট্রাক্টর বালু-মাটি। 

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদী রক্ষা বাঁধের ০৬ নম্বর ও ০৭ নম্বর বাঁধ সংলগ্ন পদ্মা নদী হতে চলছে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের এই মহোৎসব। এতে বর্ষাকালে পদ্মা নদীতে ভাঙনের আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। শত শত বিঘা ফসলি জমিও পড়েছে হুমকির মুখে। 

শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ০৫ নম্বর, ০৪ নম্বর ও ০৩ নম্বর বাঁধে একইভাবে বালু-মাটি উত্তোলন হলে সাম্প্রতিক সময়ে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হলে সেখানে বালু উত্তোলন বন্ধ রয়েছে। কিন্তু অজানা কারনে সদর উপজেলার সীমানায় এখন পর্যন্ত কোন অভিযান হয়নি। এনিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 

নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে প্রতিদিন রাতের অন্ধকারে বালু উত্তোলন করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে নদী রক্ষা বাঁধ। এসব বালু-মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করায় নষ্ট হচ্ছে ফসলি জমি ও গ্রামীণ রাস্তা। 

অভিযোগ রয়েছে, প্রশাসনের অনুমোদন না থাকলেও উপরের মহলকে ম্যানেজ করে এই কর্মযজ্ঞ চলছে। তারা অত্যন্ত প্রভাশালী হওয়ায় নদীপাড়ারের বাসিন্দা ও কৃষকরা ভয়ে মুখ খুলছেন না। দিনের বেলায় সেখানে কেউ থাকেন না, সন্ধ্যার পরপরই ০৬ নম্বর ও ০৭ নম্বর বাঁধের বাজারে চলে প্রস্তুতি। 

বিভিন্ন জায়গা থেকে ছোট-বড় ৩০-৪০টি ট্রাক্টর এনে সারিবদ্ধ করে রাখা হয় আশপাশে। মাগরিব নামাজের পরপরই শুরু হয় বালু উত্তোলন। আশপাশের কঠোর নিরাপত্তার বলয়ে এই ট্রাকগুলো নির্ধারিত স্থানে বালু পৌছে দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষকরা জানান, দিনের বেলায় বোঝার উপায় নেই, এখানে বালু উত্তোলন হয়। কিন্তু রাতে তারা এই কাজ করে। আমরা কিছু বলতে পারি না। অথচ যেখানে থেকে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে, তার সঙ্গেই আমাদের কৃষি জমি-জমা। সেখানে আমরা চাষ করে জীবিকা নির্বাহ করি। এভাবে পদ্মা নদী থেকে বালু-মাটি কাটার ফলে আগামী বন্যায় এখানে নদী ভাঙন দেখা দিতে পারে।

তরিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, দিনের বেলা নদী থেকে বালু-মাটি কাটলে পুলিশ চলে আসে। তাই হয়ত তারা রাতকে বালু-মাটি কাটার জন্য নির্বাচন করেছে। পদ্মা নদীতে আমার চার বিঘা ফসলী জমি রয়েছে। পাশের জমিগুলো এমনভাবে কাটা হচ্ছে, যাতে আমার ওখানে পরের বছর আর ফসল হবে না। বাধ্য হয়েই আমার জমিও বিনামূল্যে তাদেরকে কাটতে দিতে হবে। আর এসব মাটি তারা আশেপাশের ইটভাটায় বিক্রি করে কোটি কোটি টাকার বানিজ্য করছে। 

স্থানীয় কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম জানান, ভারত থেকে প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদী। আর এই নদী থেকেই স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে বিনা বাধায় উত্তোলন করছে বালু-মাটি। সরকার এখানে নদী রক্ষা বাঁধ নির্মাণ করেছে কোটি কোটি টাকা ব্যয় করে। অথচ অবৈধভাবে উত্তোলন করা বালু-মাটি নিয়ে যাওয়ার জন্য ট্রাক্টরের কারনে এসব বাঁধও রয়েছে ব্যাপক হুমকিতে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিম বলেন, সন্ধ্যা হলেই শুরু হয় নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন। সারারাত বাড়ির পাশ দিয়ে ট্রাক্টর চলে। গাড়ির শব্দে ঘুম হয়না। প্রচুর পরিমানে ধুলায় ঘরবাড়ি আসবাবপত্র নষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না প্রশাসন। 

কারণ প্রশাসনও ম্যানেজ হয়ে গেছে। তা না হলে কয়েকশ মিটার দূরে পাশেই কয়েকদিন আগে একাধিকবার রাত ৩টা বা ৪টার দিকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। তার ফলে সেখানে বন্ধ রয়েছে। কিন্তু পাশেই সদর উপজেলায় এখন পর্যন্ত কেন অভিযান হয়নি। 

০৬ নম্বর বাঁধ বালু-মাটি কাটছেন শফিকুল ইসলাম ও তার লোকজন। তিনি জানান, অনুমোদন নিয়েই মাটি কাটছি। গত ১০ বছর থেকে এভাবেই কাটছি। তবে পদ্মা থেকে বালু বা মাটি কাটা নয়, আমরা জমি চাষাবাদের সুবিধার জন্য সমান করছি। 

পাশের ০৭ নম্বর বাঁধ মাটি কাটা চক্রের মূলহোতা জাফরুল ইসলাম বলেন, দিনের বেলায় অনেক ধূলা উড়ে। তাই রাতে কাটা হয়। প্রতিবছর এসব বালু-মাটি কাটার সাথে এই এলাকার অনেক মানুষ সম্পৃক্ত। এই সবের পেছনে আমরা জড়িত নয়, ওরা নিজেরা নিজেরাই কাটে। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী জানান, আমাদেরকে কেউ লিখিত অভিযোগ দেয়নি,তবে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।  জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পদ্মা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft