প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে প্রথমেই তামিমের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পর লিটন দাসও ফেরেন সাজঘরে। এবার প্যাভিলিয়নে ফিরে গেলেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত।
শান্ত আউট হয়েছেন ব্যক্তিগত ২৫ রানে। ৩৪ বল খেলা শান্তকে বোল্ড আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে ৮১ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ২০ রান নিয়ে অপরাজিত রয়েছেন সাকিব আল হাসান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (১৮ মার্চ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারকে খেলতে গিয়ে বাংলাদেশ দলপতি ক্যাচ দেন পল স্টার্লিংকে। ৯ বলে মাত্র ৩ রান করেন তামিম। এরপর লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছিল টাইগার শিবির।
দলীয় স্কোর অর্ধশতক পূর্ণ হওয়ার ঠিক আগে বিদায় নেন লিটন। ৩১ বলে তিনি করেন ২৬ রান। লিটনকে স্টার্লিংয়ের ক্যাচ বানান কার্টিস ক্যাম্ফার। শান্ত ও সাকিবের জুটি ভাঙে ৩২ রানের মাথায়।
এ ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তৌহিদ হৃদয়ের।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বাংলাদেশ যে দল নিয়ে খেলতে নেমেছিল, সে অনুযায়ী একাদশে পরিবর্তন এসেছে ৪টি। দলে ঢুকেছেন ইয়াসির আলি, হৃদয়, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
-জ/অ