শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ১০ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা, অধিনায়ক ফিরলেন শুরুতেই
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ২:৩০ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।

আইরিশদের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস দেখে শুনেই আগাচ্ছিলেন। প্রথম ওভারে ৭ রান সংগ্রহের পর পরের ওভারে আসে ৮ রান। তৃতীয় ওভারে এসেই খেই হারালেন ওপেনার তামিম। পেসার মার্ক অ্যাডায়ারের বলে তিনি স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন।

স্লিপার পল স্টার্লিয়ের হাতে তালুবন্দী হয়ে ব্যক্তিগত ৩ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এর মধ্যে দিয়ে ব্যাট হাতে আবারও ব্যর্থতার বৃত্তে আটকে থাকলেন টাইগার এই ওপেনার। এদিন অবশ্য ইনজুরিতে দলে নেই মেহেদী হাসান মিরাজ। তবে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।

ঘরের মাঠে শক্তির বিচারে আয়ারল্যান্ডের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই। তবে পরিসংখ্যান আর শক্তি দিয়ে আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না। কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে।

ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও সেই সুরেই সতর্ক করেছিল টাইগারদের। যদিও টাইগারদের সমীহ করে তাদেরকেই এগিয়ে রেখেছে সফরকারী অধিনায়ক।

আগের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ আফিফ হোসেন এই ম্যাচেও জায়গা হারিয়েছেন। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি। রয়েছেন এবাদত হোসেন, নাসুম আহমেদও। 

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft