শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
৪ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এরমধ্যে ভোলায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুইজন, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে একজন করে মোট দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।  আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-
 
ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বাস ও দুইটি অটোরিকশার মধ্যে সংঘর্ষে দুই কলেজছাত্রী সহ চার জন নিহত হয়েছেন।  শুক্রবার সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজারের দক্ষিণ পাশে ওতরুদ্দিন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বোরহানউদ্দিন থানার এসআই মো. মনজুর রহমান। নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই বাড়ির জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫) এবং অটোরিকশার চালক মো. আবদুল কাদের।  নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল আলম বলেন,  বাসটির চালক আলামিনকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকা থেকে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিও আটক করা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাসস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় ইছহাক মিয়া (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছহাক পৌলী এলাকার বাবর আলীর ছেলে। এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক এসআই শিবু সরকার জানান, বিকেল তিনটার দিকে পৌলী এলাকার ট্রাকচালক ইছহাক হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহান বেলকুচির বওরা পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সোহান ও তার দুই বন্ধু বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। অপর দুই আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সড়ক দুর্ঘটনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft