প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:০২ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মাজারুল ইসলাম মানিক সওদাগর।
এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুমন মিয়া (টেলিফোন) দ্বিতীয়, আলাউদ্দিন আল আজাদ (ঘাড়া) তৃতীয় ও আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন তালুকদার ৪র্থ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ইউনিয়নে ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মাজারুল ইসলাম(আনারস) পেয়েছেন ৫হাজার ৮৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়া পেয়েছেন ২ হাজার ৮০৭ ভোট।
এক হাজার ৪৭৯ ভোট পেয়েছেন ঘোড়া প্রতিকের আলাউদ্দিন এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন তালুকদার ৪৫৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
জ/আ