প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:০০ অপরাহ্ন
মাদারীপুরে বাংলাভিশন ও সমকালের প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এশিয়ান টিভির প্রতিনিধি মাসুদ খান সহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, জেলার ঘটমাঝি ইউপি চেয়ারম্যান একটি ধর্ষণের ঘটনা ৪ লাখ টাকায় মিমাংসা করার অভিযোগে নিউজ করেন ঐ সাংবাদিকরা। এতে ক্ষিপ্ত হয়ে তিন সাংবাদিকের বিরুদ্ধে গত বুধবার আদালতে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ঘটমাঝি ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার।
মানববন্ধনে সাংবাদিক নেতারা অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন-মাদারীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব খান শিশির, সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস, সময় টিভির সাংবাদিক অভিজিৎ কর্মকার, এটিএন নিউজের প্রতিনিধি জহিরুল ইসলাম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি আঞ্জুমান জুলিয়া, বাংলা টিভির প্রতিনিধি এসএম তানভীর, মোহনা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম, গাজী টিভির প্রতিনিধি টি এম সিদ্দিক সহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জ/আ