প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন
দিনাজপুরের খানসামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে খানসামায় শুক্রবার (১৭ মার্চ) আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার।
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালি ছিলেন-আবুল হাসান মাহমুদ আলী, এম, পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খানসামা উপজেলা চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান মনজিল আফরোজা পারভীন, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম। খানসামা থানা অফিসার ইনচার্জ বাবু চিত্তো রঞ্জন রায়, খানসামা সহকারী কমিশনার ভূমি মারুফ হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা বাবু বাসুদেব রায় সহ উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল, কলেজ এর ছাত্র-ছাত্রী সহ উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।