শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
এক পাগল প্রেমিকের কাণ্ড!
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন

প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না প্রেমিকের। অভিমান করে আছেন প্রেমিকা। তাই প্রেমিকার অভিমান ভাঙাতে ও তাকে  ফিরে পেতে ব্যতিক্রমী আয়োজন করেছেন এক প্রেমিক। কলেজ গেটের সামনে ব্যনার-ফেস্টুন ও পাকা রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিত্র অংকনের মাধ্যমে তার জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ওই প্রেমিক। 

গেল বুধবার দুপুরে এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। গত মঙ্গলবার রাতে কোনো এক প্রেমিক জামালপুরের মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজ ও তার পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজ গেটের সামনে তিনটি ব্যানার ও বেশকিছু ফেস্টুন টানিয়ে দেয়।

জাহানারা লতিফ মহিলা কলেজ গেইটে গিয়ে দেখা গেছে, কলেজের সাইনবোর্ডের উপরে গাছের সঙ্গে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। এতে লেখা হয়েছে Sorry, Sorry (সরি সরি)। এছাড়া পাশের রাস্তায় দুঃখ প্রকাশের প্রতীকী চিহ্ন অংকন করে লেখা হয়েছে (সরি)।  এ কলেজের পাশেই মেলান্দহ কারিগরি মহিলা কলেজের সাইনবোর্ডের পাশে বড় একটি গাছেও টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।  সেখানে লেখা হয়েছে Please come back to my life, I love you (প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ, আই লাভ ইউ)। প্রেমিকের এমন ব্যতিক্রমী কাণ্ডে হতবাক সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা ওই প্রেমিককে পাগল প্রেমিক বলেও আখ্যা দিয়েছেন।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলছে, প্রেমিকার অভিমান ভাঙাতে প্রেমিকর এমন ব্যতিক্রমী আয়োজন জীবনে দেখেনি।

জাহানারা লতিফ মহিলা কলেজের অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিমান ভাঙাতেই ওই প্রেমিক হয়তোবা এমনটা করেছে। রাতের আঁধারে কলেজ গেটের সামনে কে বা কারা এ ব্যানার-ফেস্টুন লাগিয়েছে তা জানা যায়নি। বিষয়টি ভালো দেখাচ্ছে না, কলেজ গেটের সামনের ফেস্টুনগুলো খুলে ফেলা হবে বলে জানান তিনি। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রেমিকের কাণ্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft