শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
প্রেমিকের বিয়ের খবর শুনে এক সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

নেত্রকোনায় প্রেমিকের বিয়ের খবর শুনে এক সন্তানের জননী আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার্থে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

গেল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশঁরী কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

ওই প্রেমিকের নাম পাপ্পু মিয়া (২২) ও প্রেমিকার নাম  মনি আক্তার (২৫)। পাপ্পু মিয়া বাশঁরী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। প্রেমিকা মনি আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। এক সন্তানের মা মনি আক্তার।

 স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক সন্তানের জননী মনি আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন পাপ্পু। এরমধ্যে পাশের উপজেলার কেন্দুয়ার চিতুলিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় পাপ্পুর। প্রেমিকের এই বিয়ের খবরে ক্ষেপে যান মনি। 

বৃহস্পতিবার দুপুরে পাপ্পুর বাড়িতে হাজির হয়ে তাকে বিয়ে করার জন্য বলেন মনি। এতে পাপ্পু ও তার পরিবারের লোকজন অসম্মতি জানালে মনি আক্তার নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

জ/আ 
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নেত্রকোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft