শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
টানা তৃতীয়বারের মতো ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ন

ফিফার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার প্রেসিডেন্ট হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৬ মার্চ) রুয়ান্ডার কিগালিতে  সভাপতির দায়িত্ব পেয়েছেন সুইস এই আইনজীবী।

২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেয়ার পর তার স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো। এরপর ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান তিনি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ফিফার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ইনফান্তিনো। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি।

এবারের নির্বাচন নিয়ে তেমন একটা উত্তাপ ছিল না। কারণ, সবকিছু আগে থেকেই চূড়ান্ত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। তার সঙ্গে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস ব্যক্তি।

তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে ইনফান্তিনো বলেন, ‘আমি সবাইকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে, আমি জানি এ সংখ্যা অনেক বেশি। আর যারা আমাকে ঘৃণা করে, তাদেরও। যদিও আমি জানি যে এ সংখ্যা অনেক কম।’

কাতার বিশ্বকাপের আগে আয়োজকদের নিয়ে যখন সমালোচনায় মুখর পশ্চিমা বিশ্ব, তখন শক্ত হাতে হাল ধরেন ইনফান্তিনো। ইউরোপকে একহাত নিয়ে পাশে দাঁড়ান কাতারের। সফল আয়োজনে প্রতিটি বিষয়ে পাশে থেকেছেন মধ্যপ্রাচ্যের দেশটির। কাতার বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ইনফান্তিনো।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft