শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
ইমরান খানের বাড়িতে বিশৃঙ্খলা
মন খারাপ করে টুইটারে ভিডিও পোস্ট মাহিরার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৬:২৭ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেফতারে লাহোরে অবস্থিত তার বাসভবন জামান পার্কে গত দুইদিন (মঙ্গলবার ও বুধবার) অভিযান চালায় পুলিশ। তবে তাকে গ্রেফতার না করেই শেষপর্যন্ত ফিরতে হয় পুলিশকে। এ বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা অভিনেত্রী মাহিরা খান। খবর জিও নিউজের।

ইমরান খানকে গ্রেফতার অভিযানকালে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজন নেতাকর্মীকে।

এমন সংঘর্ষের ঘটনায় মন খারাপ করে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন মাহিরা খান। এতে দেখা যায়, পিটিআই সমর্থকদের ওপর গুলি ও ইট-পাটকেল ছুড়ছে পুলিশ। ক্যাপশনে মাহিরা খান লিখেছেন- এটা খুবই হাস্যকর! সবার নিরাপত্তা কামনা করি।

এদিকে দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব দাবি করেন, জামান পার্ক এলাকায় নিযুক্ত পুলিশ সদস্যরা ‘নিরস্ত্র’ ছিলেন। তিনি আরও বলেন, পিটিআইয়ের প্রধান দেশে গৃহযুদ্ধ চাইছেন। ইমরানকে গ্রেফতারের সঙ্গে সরকারের কোনো সংযোগ নেই বলেও দাবি করেছেন মরিয়ম।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তোষাখানা থেকে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপনের অভিযোগ আনা হয় ইমরান খানের বিরুদ্ধে। যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এ সংক্রান্ত মামলার শুনানিতে অব্যাহতভাবে অনুপস্থিত থাকায় সোমবার তার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। তাকে গ্রেফতার করে ১৮ মার্চ আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশের পরই হেলিকপ্টারযোগে ইসলামাবাদ পুলিশের একটি দল ওই দিনই লাহোরে পৌঁছায়। মঙ্গলবার তারা ইমরান খানকে গ্রেফতারে তার জামান পার্কের বাড়ি ঘিরে অবস্থান নেয়। এ নিয়ে ইমরান খানকে গ্রেফতারে ১০ দিনের মধ্যে তার বাড়িতে দুইবার যায় পুলিশ।

বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে আদালত তার আবেদন নাকচ করে দিয়ে ১৮ মার্চ আদালতে হাজির হবেন, এই মর্মে মুচলেকা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আইন অনুযায়ী ইমরান খানের মুচলেকা আমলে নেওয়া নিম্ন আদালতের উচিত হবে বলেও পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।

এর আগে, একই মামলায় ২৮ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে গ্রেফতারে ৫ মার্চ সেখানে যায় পুলিশ। তবে তাকে ওই দিন সেখানে পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পরই বাসভবনের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft