শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
আরও এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৩:৩১ অপরাহ্ন

কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ে মাত্র ৩১ ঘণ্টার ব্যবধানে আরেক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ৮টায় লম্বাশিয়া ২ (পশ্চিম) ক্যাম্পের ডি-ব্লকে রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোসেনকে (৫২) গুলি করে হত্যা করা হয়।

 ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশিদ জানান, নিহত মোহাম্মদ হোসেন ওরফে কালাবদা লম্বাশিয়া ২ (পশ্চিম) ক্যাম্পের ডি-ব্লকের আজিজুর রহমানের ছেলে। তিনি ডি-ব্লকের মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে হারুনুর রশিদ বলেন, 'সকালে নিজের ঘরের পাশে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এসময় ৭-৮ জনের মুখোশধারী একদল দল তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে। এতে মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হন এবং তাকে উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি বলেন, 'খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।'
 
এর আগে গতকাল মঙ্গলবার ভোররাত ১টায় উখিয়ার বালুখালী এলাকার ৯ নম্বর ক্যাম্পের ৩/সি ব্লকে নিজের ঘর থেকে বের করে গুলি করে হত্যা করা হয় মো. নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কেসকে (৫১)। তিনিও রোহিঙ্গা নেতা ছিলেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রোহিঙ্গা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft