বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
 

মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর    তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে: আবহাওয়া অফিস     ২৩ মে পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস    দীর্ঘ ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ    ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩    জানা গেছে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ    কারাবন্দি নিয়ে মিথ্যাচারের জন্য ফখরুলকে ক্ষমা চাইতে বললেন কাদের   
‘একসময় ইন্টারভিউ নেয়ার জন্য পিছনে ঘুরেছে জয়, এখন সমালোচনা করে’
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন

সম্প্রতি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে নিয়ে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি  পোস্ট করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

এরই পরিপ্রেক্ষিতে গেল শনিবার সন্ধ্যায় নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় হিরো আলম জানিয়েছেন, একসময় ইন্টারভিউ নেয়ার জন্য তার পেছনে ঘুরেছে জয়। এখন সমালোচনা করে। 

বেশ কিছুদিন আগে হিরো আলমের ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। সম্প্রতি সেটি শেষ হয়েছে। 

সেই ভাস্কর্যের কয়েকটি ছবিসহ ফেসবুকে একটি পোস্ট দেন হিরো আলম। ক্যাপশনে লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৈরি হল আমার ভাস্কর্য।’

হিরো আলমের সেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে বৃহস্পতিবার (২ মার্চ) ফেসবুকে সমালোচনা করে একটি স্ট্যাটাস দেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

সেখানে তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষ শিক্ষিত হলো। উন্নত হলো। বিনয়ী হলো। বিবেকবান হলো। কর্মে ব্যস্ত হল। মানুষের উদারতা এবং ভদ্রতা ও দুর্বলতার সুযোগ নিয়ে সরকার বিকারহীন ভাবে জনগণের উপর চাপিয়ে দিল এক অদ্ভুত বিনোদন। যা রাষ্ট্রের ভাবমূর্তি প্রতিবেশী দেশের কাছে অবিরত নষ্ট করছে। যা প্রকৃত শিল্পীদের অপমান করছে। সরকারকে দায়ী করছি এই কারণে যে তাকে নিয়ে আমরা যারা লাফাই তাদের থামাতে পারে একমাত্র সরকার।’

জয়ের এই পোস্ট নজর এড়ায়নি হিরো আলমের। সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে শনিবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

হিরো আলম লেখেন, ‘অতীত ভুলে গেছে শাহরিয়ার নাজিম জয়, ইন্টারভিউ নেয়ার জন্য হিরো আলমের পিছনে ঘুরেছে, অথচ আজ সমালোচনা করে। এদেরকে আর কি বলব, কিছুই বলার নেই, আপনারাই বলেন এরা কেমন মানুষ।’

তিনি আরও লেখেন, ‘একদিন এই শাহরিয়ার নাজিম জয়কে আমার জীবন কাহিনী বলতে গিয়ে আমার চোখের পানি ঝরে ছিল, হে আল্লাহ এদেরকে হেদায়েত দাও।’

এদিকে হিরো আলমকে নিয়ে এমন পোস্টের কারণের কটাক্ষের মুখে পড়েছেন জয়। তার সেই পোস্টেই নানা নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft