প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলের (সুতার কারখানা) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহরগাও এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম সায়েদ জানান, এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিতে কাজ করেছে। ফলে আশপাশের এলাকায় আগুন ছড়াতে পারেনি। আশপাশ এলাকায় আগুন ছড়িয়ে পড়লে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারত।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ৯টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর জানা যাবে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ। এখন ডাম্পিং চলছে।