প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাধানগর এলাকায় চামুং রেস্টুরেন্টের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, বালাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শামীম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, স্থানীয় ইউপি সদস্য শফিকুর রহমান লিটন প্রমুখ।
এই মেলায় হরেক রকমের পিঠাপুলি নিয়ে বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা আসেন। উৎসবে নানান রকম পিঠাপুলি সাজিয়ে রাখেন তারা।
পিঠা উৎসবের আয়োজক কমিটির সদস্য তাপস দাশ বলেন, আজ (বৃহস্পতিবার থেকে উৎসব শুরু হলো, আগামী শনিবার রাতে মেলার সমাপ্তি করা হবে। আজ শুক্রবার মেলায় বাউল গানসহ মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।