শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ১০ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
পর্যাপ্ত পানি ও টয়লেটের ব্যবস্থা থাকছে প্রধানমন্ত্রীর জনসভায়
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:০০ অপরাহ্ন

আগামীকাল (রোববার ২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুপুর ২টার দিকে শহরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায় ভাষণ দেবেন তিনি। তার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজশাহী।

ব্যানার, ফেস্টুন ও নানা রকম আলোকসজ্জায় পুরো প্রস্তুত রাজশাহী। জনসভায় আগত নেতাকর্মীদের জন্য মাঠের বিভিন্ন প্রান্তে থাকবে দেড় লাখ পানির বোতল।
 
জানা গেছে, এ সফরে ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, মাদ্রাসা মাঠটি আয়তনে ছোট হলেও চারপাশের বাউন্ডারি ভেঙে বড় করা হয়েছে। জিরো পয়েন্ট পর্যন্ত আশপাশের সব জায়গাকে জনসভার আওতায় নিয়ে এসেছি। যাতে করে রাজশাহীর বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত লাখ লাখ মানুষ জনসভাটি উপভোগ করতে পারেন।

রাসিক মেয়র বলেন, জনসভায় আগত নেতাকর্মীদের জন্য দেড় লাখ পানির বোতল আমরা জনসভার বিভিন্ন প্রান্তে রাখব। ওয়াসা থেকেও পানি সরবরাহের কাজ চলবে। যাতে করে জনসভায় আগত মানুষ পানি খেতে পারেন। আমরা মানুষের জন্য টয়লেটের ব্যবস্থাও রেখেছি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে মাঠের পাশে বসানো হয়েছে অস্থায়ী টয়লেট।

মেয়র আরও বলেন, মঞ্চ তৈরির কাজ শেষ। মাঠও প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করতে শহরজুড়ে আগেই লাগানো হয়েছে মাইক। মাঠের পরিধি বড় করতে দক্ষিণ পাশের সীমানা প্রাচীরটি ভেঙে দেয়া হয়েছে। জনসভাস্থলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরজুড়েও চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর টহল।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে হেলিকপ্টারযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রী অবতরণ করবেন। ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবীস সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন তিনি গ্রহণ করবেন। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। এরপর সারদা থেকে সড়কপথে রাজশাহীতে পৌঁছে সার্কিট হাউসে প্রশাসনের বিভাগীয় ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft