শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
 

ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা    পানির নিচে দুবাই বিমানবন্দর, ব্যাপক বিশৃঙ্খলা    ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো    মধ্যপ্রাচ্যের পরবর্তী পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর    তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে: আবহাওয়া অফিস     ২৩ মে পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস    দীর্ঘ ছুটি শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ   
রাজশাহীর জনসভায় নৌকায় ভোট চাইবেন প্রধানমন্ত্রী: কাদের
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজশাহীর জনসভা হবে স্মরণকালের সেরা জনসভা। এই জনসভায় প্রধানমন্ত্রী রাজশাহীবাসীর জন্য দিকনির্দেশনা দেবেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে নৌকার জন্য ভোট চাইবেন। ‘নির্বাচনের আর বাকি এক বছর। কিন্তু নির্বাচনের প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। তিনি রাজশাহীর উন্নয়নে গত ১৪ বছরে যা কিছু করেছেন, তার ওপরই ম্যান্ডেড অবশ্যই চাইবেন।’

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদ্রাসা মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের প্রশংসা করে সেতুমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেই ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন হয়েছে। এ বরেন্দ্রভূমিতে বিপুল পরিবর্তন হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। উন্নয়ন আর অর্জনে বাংলাদেশ বদলে গেছে। রাজশাহী বদলে গেছে।

কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দিতে প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে দিকনির্দেশনা দেবেন। স্মার্ট বাংলাদেশ গড়তে কীভাবে কাজ করতে হবে সে কথাও বলবেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘নির্বাচনের এখনও এক বছর বাকি। তবে আমাদের নির্বাচনের প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের আহ্বান থাকবে, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের মানুষের সেবা করার সুযোগ দিন।’

দেশে জঙ্গিবাদ ও গুজব রটনা প্রতিহত করতে জনগণের সহযোগিতার কথা উল্লেখ করে কাদের বলেন, ‘জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। রাজশাহীতে এ পর্যন্ত যত কিছু হয়েছে তা কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছে। উন্নয়নের দিক থেকে রাজশাহীতে আমূল পরিবর্তন এসেছে। উন্নত দেশ যা পারেনি প্রধানমন্ত্রী তা পেরেছেন।’

বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাপী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মূল্য আমরা দিচ্ছি। তবে এ কথা স্বীকার করতে হয় উন্নত দেশগুলোর চেয়ে আমরা ভালো আছি। এই সংকটের সময় আইএমএফও বলছে, বাংলাদেশ পৃথিবীর ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীতে যাচ্ছেন। ওইদিন রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন এবং ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft