শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
গভীর রাতে হিরো আলমের ভোটের প্রচারে মুনমুন
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন

হিরো আলম বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত অভিনেতা মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে ‘একতারা' প্রতীক নিয়ে ভোটে লড়ছেন। প্রতীক পাওয়ার পর থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। 

শুক্রবার হিরো আলমের ভোটে প্রচারণায় গভীর রাতে অংশ নেন আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন। বগুড়া শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে মুনমুন একতারা প্রতীকের ভোট চেয়েছেন। এদিকে হিরো আলম জানিয়েছেন, শুধু মুনমুন নয়, চলচ্চিত্র জগতের অনেক তারকা অংশ নিবেন একতারা নির্বাচনী প্রচারণায়।

নির্বাচনী প্রচারে অংশ নিয়ে চিত্রনায়িকা মুনমুন সাংবাদিকদের বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। হিরো আলম বললেন, ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’ তিনি শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান। 

ভোটারদের উদ্দেশ্যে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের দুঃখ ও কষ্ট সে অনুভব করতে পারবে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। হিরো আলমের সাহসের প্রতি সম্মান জানিয়ে একবারের জন্য হলেও তাকে এমপি নির্বাচিত করার আহ্বান জানান মুনমুন।’

অন্যদিকে হিরো আলম জানিয়েছে, ভোটারদের চমক দেখাতে আজ রাতে একতারা মার্কার পক্ষে ভোট চাইতে আসবেন চিত্রনায়িকা জেসমিন। পরে চিত্রনায়িকা নাসরিন, কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী অংশ নিবেন তাঁর নির্বাচনী প্রচারণায়।

প্রচারণায় চমক ইঙ্গিত দিয়ে হিরো বলেন, ‘প্রচারণার শেষ সময়ে একতারা প্রতীকের পক্ষে চলচ্চিত্র তারকারা হেলিকপ্টারে যোগে প্রচারণায় অংশ নিবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft