নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্ম বিরোধী কোনো কিছু নেই..... শিক্ষামন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্ম বিরোধী কোনো কিছু নেই। এ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে একটা অপশক্তি।
তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
শনিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেরশ্রী কালী নারায়ণ (কে. এন.) ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
জমকালো নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান শুরু হয়। ১৯২২ সালে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী এলাকায় স্থাপিত হওয়া এই বিদ্যালয়ের শিক্ষার্থী ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।
৬ হাজার প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় মাঠ পরিণত হয় মিলন মেলায়।উদযাপন কমিটির আহবায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালী উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, জেলা আ:লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার, আ:লীগ কেন্দ্রিয় উপকমিটির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মৃধা প্রমুখ।