প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:২৮ অপরাহ্ন
ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা কাবিলা ওরফে জিয়াউল হক পলাশের ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় শিক্ষার্থী, অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও জামা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বগাদিয়া, শিমুলিয়া, জয়াগ, পাচবাড়িয়াসহ বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে অভিনেতা জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘করোনাকালীন সময় ডাক বাক্স ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। সংগঠনের উদ্যোগে এ প্রথম নোয়াখালীতে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবিক কাজসহ খেলাধুলায় প্রতিভা বিকাশে সংগঠনটি কাজ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ফজিয়াউল হক পলাশ, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ডাক বাক্স ফাউন্ডেশনের সদস্যরা।