শুক্রবার ২৪ মার্চ ২০২৩ ৯ চৈত্র ১৪২৯
 

২৫ মার্চ রাতে এক মিনিট ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে    আবারও বাড়ল স্বর্ণের দাম     পবিত্র রমজানে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে: প্রধানমন্ত্রী    বিএনপিকে আলোচনায় বসতে আমন্ত্রণ সিইসির    আ. লীগের মনোনয়ন বোর্ডের সভা ২৫ মার্চ    আরাভ প্রসঙ্গে ‘বিব্রত’ পররাষ্ট্রের মুখপাত্র    দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী   
ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় ৩ থেকে ৭ নম্বরে আদানি
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৬:১৩ অপরাহ্ন

গত বুধবারে প্রকাশিত দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিনিয়োগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর আদানি গোষ্ঠীর শেয়ারমূল্যে রীতিমতো ধস নেমেছে। এতে তিনি ফোর্বসের ধনীদের তালিকায় ৩ নম্বর থেকে ৭ নম্বরে নেমে গেছেন।

বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও জালিয়াতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর অনেক বিনিয়োগকারীই আতঙ্কে আদানির প্রতিষ্ঠানগুলোয় তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এতে শুক্রবার (২৭ জানুয়ারি) পর্যন্ত ভারতীয় ধনকুব গৌতম আদানি তার মোট সম্পদের ২০ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছেন।

মাত্র ৪দিনে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর প্রায় ২০ শতাংশ কমে গেছে। তা ছাড়া আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং আদানি টোটাল গ্যাসের মতো কিছু সহযোগী সংস্থা দৈনিক ২০ শতাংশ পতনের সীমা স্পর্শ করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্যমতে, সবশেষ দুই সেশনে ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে আদানি গ্রুপ।

এত পতনের মুখে ফোর্বসের তালিকার ৩ নম্বর থেকে ৭ নম্বরে নেমে গেছেন ভারতীয় এ শীর্ষ ধনকুবের। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৯৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। বুধবারও তার স্থান ছিল তালিকায় ৪র্থ।

গত পাঁচ বছরের উত্থানে ইলন মাস্কের টেসলা ইনকরপোরেশনকেও পেছনে ফেলেছে আদানি এন্টারপ্রাইজ। ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজের অবস্থান পাকা করেছেন গৌতম আদানি।

এমনকি গত সেপ্টেম্বরে কিছু সময়ের জন্য হলেও বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসেন ভারতীয় এ ধনকুবের। ওই সময় আদানি ও তার পরিবার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদ ছিল ১৫ হাজার ৪৭০ কোটি ডলার।

কিন্তু সাম্প্রতিক পতনের ধাক্কায় ১০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে আদানির সম্পদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে তার সম্পদ ছিল ৯৭ বিলিয়ন ডলার, যা গত বুধবারের তুলনায় ১৫ শতাংশ কম।

এ প্রতিবেদন লেখার সময়ে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে গৌতম আদানির সম্পদ আরও কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭ বিলিয়ন ডলার।  
 

-জ/অ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: jobabdihionline@gmail.com, dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft