প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:০৪ অপরাহ্ন

মেহেরপুরে জমি দখল ও প্রাণনাশের মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমুলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোঃ সাইফুল ইসলাম ঘটন। সাইফুল ইসলাম ঘটন মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মল্লিকপাড়ার মৃত সামসুজ্জোহার ছেলে।
শনিবার সকাল ১১টায় মল্লিকপাড়ায় সাইফুল ইসলাম ঘটনের ভাইয়ের বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শুক্রবার আমার চাচাতো ভাই মোবিন উদ্দিন সংবাদ সম্মেলনে আমাদের নামে আইন অমান্য, জমি জবর দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার পিতা মৃত-এ কে এম সামসুজ্জোহা, আব্দুল মান্নান ও আব্দুল মজিদের সাথে ১৯৬৪ সালে পাল্টা পাল্টি দলিল করে।
দলিল নং-৫৭৩৪। আমার পিতা তাদের ৬ একর ৭৪ শতক নিজ নামীয় সম্পত্তি প্রদান করে। বিপরীতে ৫৭৩৩ নং দলিলে তারা আমার পিতাকে ৬ একর ৯১ শতক জমি প্রদান করে।
এরমধ্যে চাচা আব্দুল মান্নান ২ একর ২৩ শতক জমি শরিক নাই বলে আমার পিতার সাথে প্রতারণা করে তিন শরীকের জমি রেজিষ্ট্রি করে দেন। ২ একর ২৩ শতক জমির মধ্যে ১ একর ৪৮ শতক জমি আমার পিতা বুঝে পাইনি।
পরে চাচাকে উক্ত বিষয়ে বললে তিনি মৌখিকভাবে আমাদের জমি বুঝিয়ে দিয়ে দখল দেয়। সেই থেকে আমরা জমির ভোগ দখল করে আসছি।
এরপর চাচা আমাদের নামে মিথ্যা জবর দখলের অভিযোগ এনে ১৪৫ ধারার জন্য মামলা করে। বিজ্ঞ আদালত ১১/০৯/২০২২ তারিখে সেই মামলা খারিজ করে দেয়। তায় আমাদের জমিতে কার্যক্রম করাতে কোন আইন অমান্য হয়নি।
বুধবার ১৮/০১/২০২৩ তারিখে আমার চাচাতো ভাই আমাদের নামে থানায় অভিযোগ করলে শনিবার ২১ জানুয়ারি ২০২৩ তারিখে থানায় বসার কথা থাকলে আমরা হাজির হই।
তবে আমার চাচা ও চাচাতো ভাই থানায় হাজির হয়নি। তারা মেহেরপুর সদর থানার ওসি তদন্তকে মুঠোফোনে জানায় তারা থানায় বসতে রাজি না। আমরা চাচাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেনি।
জীবননাশের হুমকির প্রশ্নই আসে না। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।