প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার এসএসসি-৯৭’ ব্যাচের শিক্ষার্থীদের ‘‘রজত জয়ন্তী’ উপলক্ষে শুক্রবার থেকে দুইদিন ব্যাপি ঘিওর দুর্গা নারায়ন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ঘিওর দুর্গা নারায়ন পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সুব্রত সরকার গোবিন্দ্রর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
এসময় বক্তব্য রাখেন-সাবেক সচিব অমিতাভ সরকার, ঘিওর দুর্গা নারায়ন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক অ্যাডঃ শচীন্দ্র নাথ মিত্র, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু, রজত জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি দেবাশিস রায় ও সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ।
এসময় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
জ/আ