ব্লাইন্ড ক্রিকেট টি-টুয়েন্টি বিশ্বকাপ-২২ এর বাংলাদেশ জাতীয় দলে বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৫:৪৫ অপরাহ্ন

ভারতের মাটিতে ৭ টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে থার্ড ব্লাইন্ড টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্ট ঘিরে ঢাকার বিকেএসপি মাঠে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল (বিবিসিসি) ঘোষিত স্কোয়াড জায়গা করে নিয়েছে বান্দরবানের সুকেল তঞ্চঙ্গ্যা।
বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম এর সদস্য হিসেবে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী তঞ্চঙ্গ্যা পাড়ার সন্তান সুকেল তঞ্চঙ্গ্যা। তিনি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুয়ালক এর দশম শ্রেনীর একজন শিক্ষার্থী।
বিবিসিসি ঘোষিত তিনটি প্লেয়ার লিস্ট এর বি-ওয়ান ক্যাটাগরিতে সুকেল তঞ্চঙ্গ্যা জায়গা পেয়েছেন। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সুয়ালক এর রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুকেল দৃষ্টিশক্তিহীন হলেও ক্রীড়া ক্ষেত্রে একজন বিরল প্রতিভা।
এবিষয়ে বান্দরবান অন্ধ কল্যাণ সমিতি এর সভাপতি অংচমং মারমা জানান, বান্দরবান এর মতো প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এটা অনেক গর্বের একটি বিষয়। সুকেল শুধু বান্দরবান নয় সে এখন সারাদেশের গর্ব। আমি তাঁর সফলতা কামনা করি।
এবিষয়ে সুকেল তঞ্চঙ্গ্যা বান্দরবানবাসীর কাছে আশীর্বাদ কামনা করেছেন। এবারের এই আসরে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়াসহ ৭ টি দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ৭ ডিসেম্বর নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল।