বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
সিরাজগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি-ও এম এস এর দোকানে ভীড়
সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৩৮ অপরাহ্ন

চাল , ডাল,আটা,  তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয়  পন্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পরেছে মানুষ।আয়ের তুলনায় ব্যায় বেড়ে যাওয়ায় সাধারন মানুষ সাংসারিক ব্যায় নির্বাহ করতে হিমশিম খাচ্ছে ।

 তারা যে আয় করছে তা দিয়ে জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে পরেছে । আর এ কারনেই মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ প্রতিদিন যাচ্ছে ও এম এস এর দোকান ও ট্রেডিং করপোরেশনঅব বাংলাদেশ  (টিসিবি ) কেন্দ্র গুলিতে । টিসিবির পণ্য শুধুমাত্র কার্ডধারীদের দেয়া হয় । 

এছাড়াও ও এম এস পন্য সবার জন্য উন্মুক্ত থাকলেও যে পরিমান চাল আটা সরবরাহ করা হয় তা চাহিদার তুলনায় কম বলে জানা গেছে । এতে করে অনেকেই পন্য না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগও শোনা যায় । 

প্রতিটি কেন্দ্রে পণ্য দেয়ার আগেই ভোর হতে গ্রাহকদের ভীড় পরিলক্ষিত হয় । কে কার আগে আসবে তা নিয়ে হয় প্রতিযোগীতা ।  আবার লাইনে দাড়িয়ে দীর্ঘ সময় পার করতে হয় ।

 এ অবস্থায় টিসিবির কার্ড সংখ্যা বৃদ্ধি এবং ও এম এস এর খাদ্য সরবরাহের বৃদ্ধির দাবী জানান এই সব স্বল্প আয়ের মানুষেরা  । আটা নিতে আসা মিরপুর মহল্লার অবিরন বেওয়া জানান বাজারে এখন খোলা আটা ৫৫/৬০ টাকা কেজি ।

 এত দামের আটা আমাদের মতো গরীব মানুষের কিনে খাওয়া সম্ভব না তাই এখানে এসেছি আটা নিতে । চররায় পুর মহল্লার কালু জানান জিনিষ পত্রে দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের মত গরীব মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পরেছে । 

তাই ও এম এস এর আটা দিলে আটা নেই আবার যখন চাল দেয় তাও নেই । তিনি জানান সরকার কম দামে চাল আটা না দিলে আমাদের মত গরীদের অবস্থা যে কি হতো তা আল্লাহই জানেন । 

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক  এস এম সাইফুল ইসলাম জানান, প্রতিদিন প্রতিটি ও এম এস কেন্দ্রে ১ টন চাল অথবা  ১ টন আটা সরবরাহ করা হচ্ছে । প্রতি কেজি আটা ১৮ টাকা এবং প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রী হচ্ছে ।  

প্রতি জনকে সর্বচ্চ ৫ কেজি করে চাল বা আটা দেয়া হচ্ছে বলে তিনি জানান ।  তিনি আরো জানান ক্রেতাদের ভীড় বাড়ায় অনেক সময় ৫ কেজির কাছে সর্বনিম্ন ৩ কেজি চাল, আটা দেয়ার নিদেশৃনা দেয়া হয়েছে । যাতে কেউ ফেরত না যায় ।   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft