প্রকাশ: বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৫:০৭ অপরাহ্ন
বুধবার(৫ অক্টোবর) সকালে মহাবিজয়া দশমীতে দর্পন বিসর্জন, নারীদের সিঁদুর খেলা এবং প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পাঁচদিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা শেষ হয়েছে।
গত শনিবার (১ অক্টোবর) ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয় বৃহৎএই উৎসবের। সিরাজগঞ্জ জেলায় এবছর মোট ৫১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সিরাজগঞ্জ পৌর শহরের (চৌরাস্তায়) নাজমুল চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয়া শোভা যাত্রা বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে যমুনা নদীর শহররক্ষা বাঁধ এলাকায় পৌছে।
শোভা যাত্রায় ঢাক-ঢোল, কাঁসর বাজিয়ে অংশ গ্রহন করে নারী পুরুষ সহ সব বয়সী ভক্ত বৃন্দ। শোভা যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজাউদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাংগঠনিক সম্পাদক ড. জান্নাত আরা হেনরি, জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কানু, জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সনজয় সাহা, জেলা ব্রাহ্মন কল্যাণ সমিতির সভাপতি অশোক ব্যানার্জী প্রমূখ।