বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
পুলিশ হেফাজতে নিহত কুর্দি তরুণী
ইরানে বিক্ষোভে পাঁচজন নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫২ অপরাহ্ন

ইরানের একটি কুর্দি মানবাধিকার সংস্থা দাবি করেছে, পুলিশ হেফাজতে নিহত কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর বিচারের দাবিতে বিক্ষোভরত সাধারণ মানুষদের ওপর সোমবার (১৯ সেপ্টেম্বর) গুলি চালিয়েছে পুলিশ। এতে নিহত হয়েছে পাঁচজন।

হেংগো মানবাধিকার সংস্থা টুইটে বলেছে, কুর্দিস শহর সাকিজে দুইজন, দিভানদারেতে দুইজন ও দেহগোলানে একজন নিহত হয়েছেন।

তাদের দাবি, বিক্ষোভকারীদের ওপর পুলিশের সরাসরি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

তবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কারণ এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু জানায়নি ইরান।

তাছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, বিক্ষোভে কয়েকজন আহত হয়েছেন।

এদিকে গত সপ্তাহে ইরানে পুলিশ হেফাজতে মৃত্যু হয় মাসা আমিনি নামে ২২ বছর বয়সী ওই তরুণীর। হিজাব না পরায় মাসা আমিনিকে গ্রেফতার করা হয়।

কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন কোমায় থাকার পর তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, পুলিশ হেফাজতে মাসা আমিনিকে নির্যাতন করা হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে মাসা আমিনির জন্মস্থান কুর্দিস্থানসহ ইরানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে।

এর মাঝেই বিষয়টি নিয়ে সোমবার মুখ খুলে তেহরানের পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা।

খবর রয়টার্সের


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft