বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯ আশ্বিন ১৪৩০
 

১৫ অক্টোবর ১ মিনিট ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত    ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৬৪    ডিবি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হার্ট : ডিএমপি কমিশনার    ড. ইউনূস দুদকে যাচ্ছেন বৃহস্পতিবার    ইরানে এবার নীতি পুলিশের নির্যাতনে স্কুলছাত্রী কোমায়    সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিল আইসিসি!    খালেদাকে বিদেশে পাঠানো আদালতের বিষয় : আইনমন্ত্রী   
সালমানকে ‘আনফলো’ করেছেন? ছবির সেট ছেড়ে বেরিয়ে গেছেন? মুখ খুললেন শেহনাজ
প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ২:০১ অপরাহ্ন

সালমান খান প্রযোজিত ছবি ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন শেহনাজ গিল। সপ্তাহের শুরু থেকে এই খবরে সরগরম বলিপাড়া। হাজারো জল্পনা। তাতে এ বার জল ঢাললেন স্বয়ং শেহনাজ। পঞ্জাবি গায়িকা তথা অভিনেত্রী জানালেন, তিনি চুপচাপ মজা দেখছেন। তাঁরও জীবন বিনোদনে ভরছে।
আসল খবরটা তা হলে কী? নায়িকার দাবি, এমন কিছুই ঘটেনি। অন্য কোনও ছবির চুক্তি নয়। ‘কাভি ইদ কাভি দিওয়ালি’ দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ঠিক যেমন পরিকল্পনা ছিল। নেটমাধ্যমে ছবির নাম না করেই লিখলেন, ‘হাহা, সবটাই গুজব। আমি তো যাইনি কোথাও। ছবিতে আমায় অবশ্যই দেখা যাবে।’গত দু’দিন ধরেই মুম্বাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর ছিল সালমানের ‘কাভি ইদ কাভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শেহনাজ। দু’জনের মধ্যে কি মন কষাকষি চলছিল? মতপার্থক্য ছিল কি? জানা যাচ্ছিল না কিছুই।

শুধু তা-ই নয়, নেটমাধ্যমেও নাকি সর্বত্র ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। হঠাৎ কী হল? সে নিয়েই জল্পনা শুরু হয়েছিল। শেহনাজ মুখ খোলায় অবশেষে ভুল ভাঙল। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী আজ (মঙ্গলবার ৯ আগস্ট) সকালে লিখেছেন, ‘ভুয়ো খবরের দৌলতে নিছক বিনোদন উপভোগ করলাম গোটা সপ্তাহ।’

চলতি বছর মে মাসে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও ‘কাভি ইদ কাভি দিওয়ালি’-র সেট থেকে বেরিয়ে আসেন। সালমান খান ফিল্মসের সঙ্গে তাঁর ‘সৃজনশীল মতপার্থক্যের’ কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেতা। অন্য দিকে জহির ইকবালও ‘কাভি ইদ কাভি দিওয়ালি’-র কাজ ছেড়ে দিয়েছিলেন। নির্মাতারা এখন আয়ুষ এবং জহিরের জায়গায় দুই নতুন অভিনেতার সন্ধানে রয়েছেন।

তাঁদের বাদ দিলে ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন শেহনাজ গিল, পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, কমেডি-ড্রামাটি মুক্তি পাচ্ছে চলতি বছর ডিসেম্বরে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft