শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০
 

জিম্মি জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা    মেসিকে নিয়ে দুঃসংবাদ আর্জেন্টিনার!     আইন মেনে হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানোর নির্দেশ    ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়    রমজানে স্কুল বন্ধে হাইকোর্টের আদেশ চেম্বারেও বহাল    বিএসএমএমইউর উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক দীন মোহাম্মদ    বীরত্ব ও সাহসিকতায় পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য   
ফেনী সরকারী কলেজের শতবর্ষ উদযাপনে বর্ণিল শোভাযাত্রাসহ নানা আয়োজন
ফেনী প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৮:৩০ অপরাহ্ন

ঐতিহ্যবাহী ফেনী সরকারী কলেজ প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ উপলক্ষ্যে বর্ণিল শোভাযাত্রা হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল। 

শোভাযাত্রাটি শহরের কলেজ রোড, মিজান রোড, ট্রাংক রোড, পুরাতন জেল রোড প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এতে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শত বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লিয়াকত আলী, শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবদীন, যুগ্ম সম্পাদক আহমেদ আলী বিভোর, ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহম্মদ তপু, জিএস রবিউল হক রবিন, মুক্তিযুদ্ধ সম্পাদক নুর করিম জাবেদ, ছাত্রলীগ সভাপতি নোমান হাবিবসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থীগণ অংশ নেন। 

শোভাযাত্রায় কলেজের শতবছর উপলক্ষ্যে রঙ-বেরঙের প্ল্যা-কার্ড শোভা পায়। এদিনে কলেজের প্রশাসনিক ভবনের পাশে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হোস্টেলে ১০ ছাত্রীকে আনুষ্ঠানিকভাবে আসন বরাদ্দ দেয়া হয়।

এছাড়া কলেজের প্রাক্তণ ছাত্র যারা ভাষা শহীদ এবং প্রাক্তণ ছাত্রদের মধ্যে যারা বীর মুক্তিযোদ্ধা তাদের প্রতি কলেজের শহীদ মিনার ও শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিকালে কলেজের শিক্ষক মিলনায়তনে শতবছর পূর্তি উদযাপন কমিটির এক সভা হয়। সভায় কমিটির আহবায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন ব্যাচের প্রাক্তণ-বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft