![]() |
কমনওয়েলথ গেমসে করোনা পজিটিভ হলেও খেলা যাবে
|
কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েও খেলতে পারবেন খেলোয়াড়রা। এমনকি কোভিড পজিটিভ হওয়ার পর নিজের ইভেন্টেও অংশ নিতে পারবেন খেলোয়াড়রা। মূলত এ সিদ্ধান্তটি আসে অস্ট্রেলিয়া দলের বর্শা নিক্ষেপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কেলসে-লি বারবের করোনা আক্রান্ত হওয়ার পর। কোভিড পজিটিভ হওয়ার পরও বারবের নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কমনওয়েলথ গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মহামারির সময় খেলোয়াড়েরা কোভিড পজিটিভ হলে স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের বাইরে চলে যেতে হতো। কিন্তু করোনার প্রকোপ বিশ্বব্যাপী কমে আসায় এ সুযোগটি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম ‘স্পোর্টিংনিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর কোনো লক্ষণ দেখা না যাওয়ায় ৩০ বছর বয়সি অ্যাথলেট বারবের নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন। একই তথ্য দিয়ে অস্ট্রেলিয়া দলের হাইপারফরম্যান্স ব্যবস্থাপক অ্যান্ড্রু ফেইচনে জানিয়েছেন, ‘কেলসে-লি বারবের গেমস থেকে ছিটকে পড়েনি। আয়োজক কর্তৃপক্ষ বলেছে, করোনায় আক্রান্ত অ্যাথলেট যদি শারীরিকভাবে ভালো বোধ করেন, তা হলে অংশ নিতে পারবেন।’ গত বৃহস্পতিবার ইংল্যান্ডের বার্মিংহামে মহাসমারোহে উদ্বোধন হয়েছে কমনওয়েলথ গেমসের। এবারের গেমসে ৭২ দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো— সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ, ভলিবল, বক্সিং, টি২০ ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি। -জ/অ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |