শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
দ্বীপে মিললো ৩ কেজি আইস, দুই লাখ ইয়াবা
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১১:৪২ অপরাহ্ন

টেকনাফে নাফ নদ সংলগ্ন খরের দ্বীপ থেকে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তিন কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছেন। উদ্ধার আইসের আনুমানিক মূল্য সাড়ে ২২ কোটি ১০ লাখ টাকা। তবে কাউকে আটক করা যায়নি।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল আজিজুর রউফ এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার, উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেনেন্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল), সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলাম প্রমুখ।

কর্নেল আজিজুর রউফ জানান, আজ সোমবার দুপুরে হ্নীলা এলাকা দিয়ে নাফ নদের তীরে খরের দ্বীপে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান মজুতের খবর পাওয়া যায়। এতে লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখারসহ বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে জঙ্গলে গাছের গোড়ায় লুকিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার বস্তা থেকে তিন কেজি ২২১ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক মূল্য ২২ কোটি সাড়ে ১০  লাখ টাকা। এ ছাড়া দুই লাখ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft