শনিবার ৩০ নভেম্বর ২০২৪ ১৫ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
লোকসভার চার কংগ্রেস সদস্য সাময়িক বরখাস্ত
প্রকাশ: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৮:৫৩ অপরাহ্ন

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার দাবিতে প্ল্যাকার্ডসহ লোকসভায় বিক্ষোভ দেখানোর জন্য লোকসভার চার কংগ্রেস সদস্যকে চলতি বর্ষাকালীন অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা আজ সোমবার ওই বরখাস্তের নির্দেশ দেন। পরে সাময়িক বরখাস্ত করা ওই সদস্যরা সংসদ ভবনে অবস্থিত গান্ধীজির মূর্তির সামনে অবস্থান নেন। বর্ষাকালীন অধিবেশন চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

ওই চার কংগ্রেস সদস্য হলেন তামিলনাড়ু থেকে নির্বাচিত মনিকম টেগোর ও জ্যোতিমনি এবং কেরালার রামাইয়া হরিদাস ও টি এন প্রতাপন। গত এক সপ্তাহ ধরে রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্যাকেটজাত মুড়ি, আটা, ময়দা, পনির ইত্যাদির ওপর নতুন করে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বসানোর প্রতিবাদে বিরোধী সদস্যরা বিক্ষোভ করছিলেন এবং অবিলম্বে আলোচনার দাবি জানাচ্ছিলেন। তারা সংসদের কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতি ও বিবৃতির দাবি জানাচ্ছিলেন। প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে লোকসভার কাজকর্মে বাধা দিচ্ছিলেন। প্রথম সপ্তাহের প্রতিদিনই এ জন্য সভা মুলতবি করে দেওয়া হয়। 

সোমবার নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ শেষ হলে স্পিকার এভাবে বিক্ষোভ দেখানো বরদাশত না করে চার কংগ্রেস সদস্যকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করেন। তিনি বলেন, বেলা তিনটায় আলোচনার অনুমতি দেওয়া হবে। কিন্তু সে সময়ও বিক্ষোভ চলায় স্পিকার ওম বিড়লা বাধ্য হয়ে ওই ব্যবস্থা নেন। সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে হলে সভার বাইরে যান। ভাববেন না আমি দুর্বল।’

কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা এসব নিয়ে আলোচনা চাইছি। সরকার গা করছে না। প্রতিদিনই আমরা আলোচনার জন্য মুলতবি প্রস্তাব জমা দিচ্ছি। স্পিকার তা অগ্রাহ্য করছেন।’

সংসদের গত অধিবেশনেও ওই একই দৃশ্য দেখা গিয়েছিল। মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্য বিরোধী সদস্যদের আনা কোনো মুলতবি প্রস্তাবই সরকার গ্রাহ্য করেনি। প্রধানমন্ত্রীও বিবৃতি দেননি।


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft